ঝিকরগাছায় ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা তারুণ্যের অংশগ্রহণে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বারোপ
সাব্বির হোসেন,ঝিকরগাছা (যশোর): “জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫” উপলক্ষে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার (ইউএনও) এর সভাপতিত্বে “তারুণ্যের অংশগ্রহণসহ খেলাধুলার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও ভুপালী সরকার বলেন, “খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা শেখায়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও সক্রিয় করতে সকলকে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খেলাধুলার মানোন্নয়নে যুব সমাজের ভূমিকা নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।