জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1930 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিন ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে একটি পরিবার কে হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিন ডাকাতিয়া গ্রামের গিলার চালায়।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া গিলার চালার গ্রামের সিদ্দিক সরকার গংরা পৈত্রিক সূত্রে ডাকাতিয়া মৌজায় ৩৮ নং আরও খতিয়ানের ১.৮৬ শতাংশ জমির মালিক হন। পরবর্তীতে উক্ত জমিতে পুকুর খনন ও ফসল উৎপাদন করে নিজেদের ভোগদখলে রয়েছে। ওই জমি নিজেদের মালিকানা দাবি করে একই এলাকার বুলবুল গংরা বেদখল করার চেষ্টা চালায়। এতে সিদ্দিক সরকার গংদের পরিবারের লোকজন বাঁধা দিলে ভালুকা মডেল থানায় মিথ্যা অভিযোগ এনে বুলবুল গংরা একটি মামলা দাযের করেন।
মামলার বাদী বুলবুলের মোবাইল ফোনে বারবার কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, সিদ্দিক গংদের দীর্ঘদিন যাবত দখলে রযেছে এবং বিআরএস রেকর্ডও তাদের নামে।
ডাকাতিয়া ইউনিয়ন ভূমি কর্মকতা আশরাফ আলী জানান, সিদ্দিক গংদের নামে ওই জমি বর্তমান বিআর এস খতিয়ান ভুক্ত।
ভালুকা মডেলর এসআই কাজল জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল তদন্ত করেছি। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে।