আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ৬ মাসে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশ্রয় চেয়ে আবেদন করেছেন ৫ লাখ ১৯ হাজার নাগরিক। এর মধ্যে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার। আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার উরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপি

প্রতিবেদন অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক। তুরস্ক, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পাকিস্তানের নাগরিকরাও রয়েছে এ তালিকায় । ইইউএএ সূত্র বলছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০২২ সালে আশ্রয়প্রার্থীর সংখ্যা এর আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি ছিল। ২০২২ সালের তুলনায় এ বছর আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ২৮ শতাংশ। তথ্য বলছে, গত বছর প্রথম ছয় মাসে আবেদন জমা পড়েছিল প্রায় ৪ লাখ ৬ হাজার। আর চলতি বছর তা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

এবার আশ্রয়ের জন্য করা প্রায় ৫৯ ভাগ আবেদন নাকচ হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ আশ্রয়প্রার্থীর সংখ্যা ১০ লাখ হতে পারে বলে ধারণা করছে ইইউএএ।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ৪০ লাখ মানুষ ইইউভুক্ত বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। যুদ্ধের কারণে দেওয়া সুরক্ষা সুবিধা পাচ্ছেন তারা। এতে অন্য দেশগুলো থেকে ইইউ এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য বাসস্থান ও সহযোগিতার ব্যবস্থা সংকুচিত হয়ে গেছে।

ইইউ দেশগুলো আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেশ চাপে রয়েছে বলে জানিয়েছে ইইউএএ।