বাঘারপাড়ায় নানা আয়োজনে মধ্যে দিয়ে উদযাপিত হলো স্বাধীনতা দিবস
সাঈদ ইবনে হানিফ : বাঘারপাড়া যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে প্যারেড, কুচকাওয়াজ পরিদর্শন ও স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, বাঘারপাড়া থানা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর মাঠে প্যারেড, কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।
স্বাধীনতা দিবসের শুরুতে উপস্থিত সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। শান্তির প্রতিক হিসাবে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। পরবর্তীতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম খন্দকার, বাঘারপাড়া ডিগ্রী কলেজের সভাপতি ও সুপ্রিম কোর্টের এ্যাটার্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী। দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম।