খুলনায় সংখ্যালঘু পরিবারের বাড়িতে ভাঙচুর ও তালা দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার : খুলনার দীঘলিয়া উপজেলার সেনহাটি বারুইপাড়ায় এক সংখ্যালঘুর বাড়িতে টাকার দাবীতে স্ত্রী কন্যাকে অপহরনে ব্যার্থ হয়ে বাড়িতে তালা লাগানোর ঘটনায় একই এলাকার আব্দুল হাই এর ছেলে নাজমুল ওরফে সম্রাট (২২) এবং আকরাম মোল্লার ছেলে আবুজার মোল্লা (২১) দুজনের নাম উল্লেখ পূর্বক আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তম কুমার কুলুর স্ত্রী মিতা পাল (২৮)। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২ টায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, মিতা পালের স্বামী উত্তম কুমার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। অভিযুক্ত সম্রাট ও আবুজার বিদেশে যাবার জন্য উত্তম এর কাছে পরামর্শ চাইলে তিনি একটি ট্রাভেল এজেন্সীর ঠিকানা জানিয়ে দেন। পরবর্তীতে তারা এ এজেন্সির মাধ্যমে বিদেশ গিয়ে ১২ মাস পরে দেশে ফিরে আসে এবং ভালো কাজ দেয়নি এই অভিযোগ তুলে উত্তম এর কাছে বিদেশ যাওয়ার খরচের টাকা দাবী করতে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উল্লেখিত আসামীরা সংঘবদ্ধ হয়ে উত্তমের অনুপস্থিতিতে তার বাসায় প্রবেশ করে ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে এবং মিতা পাল ও তার ২ বছর বয়সী মেয়ে স্নেহা কে অপহরণের চেষ্টা করে। এসময় বাড়িতে কাজ চলমান থাকায় লোকজন জড় হয়ে যাওয়ায় তারা বাড়ির মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে তালা খুললে হাত কেটে ফেলবে এবং বাইরে বের হলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগকারী মিতা পাল বলেন, তারা প্রায়ই আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এই ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
অভিযুক্ত আবু জার মোল্লা বলেন, আমি উত্তমের পরামর্শে সাড়ে ৪ লক্ষ টাকা দিয়েছি। দীর্ঘদিন হয়ে গেলেও তিনি আমাকে বিদেশেও নিচ্ছে না বা টাকাও দিচ্ছে না। বাড়িতে তালা লাগানো ভুল হয়েছে বলে তিনি জানান।
আরেক অভিযুক্ত নাজমুল বলেন আমাকে সৌদি আরব নিয়ে গিয়ে তারা কথা মত কাজ দেয়নি, আমাকে অত্যাচার করেছে এবং সৌদি কতৃপক্ষ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি ক্ষতিপূরণ চাই।
বারুইপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র ব্যাপারী বলেন, উত্তমের সাথে সমস্যা থাকলে তার সাথে মেটাতে হবে। কিন্তু বাড়িতে গিয়ে শিশু ও মহিলাদের সাথে এধরণের আচরণ করা ঠিক হয়নি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে থাকবো।
দিখলীয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, এবিষয়ে একটা অভিযোগ পেয়ে তাদেরকে ডেকেছি। কারো বাড়িতে তালা দেওয়া বা আইন হাতে তুলে নেওয়া অপরাধ। আমি আইনগত পদক্ষেপ নিবো।