যশোরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক অপহরণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ মার্চ) শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, জমি দখলে বাধা দেওয়ার কারণে কৃষক শাহাবুদ্দীন (৫৫) এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়, পরে তাকে অপহরণ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে জড়িত শাহাবুদ্দীন ও তার পরিবার। সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন ও তার শ্যালক কালু মিয়া তাদের বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করতে চেষ্ট করেন। এতে বাধা দিলে, শাহাবুদ্দীনের ওপর বাঁশ দিয়ে আঘাত করে তার হাত ভেঙে দেওয়া হয়। হামলার সময় শাহাবুদ্দীনের স্ত্রী শাহানাজ খাতুন এবং মেয়ে রোকেয়া খাতুনকেও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।
এ ঘটনায় শাহাবুদ্দীনের ছেলে শামীম রেজা অভিযোগ করেন যে, হামলাকারীরা তার বাবাকে বাড়ির মধ্যে আটকে রাখে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ারও অনুমতি দেওয়া হয়নি। দুই ঘণ্টা পর, কালু মিয়া জোরপূর্বক শাহাবুদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে জানানো হয় যে, শাহাবুদ্দীন রাস্তার পাশে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শামীম রেজা আরও অভিযোগ করেন, আশরাফ উদ্দিন এবং তার শ্যালক কালু মিয়া নির্বাচনের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বোমাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলেন। তিনি দাবি করেন, কালু মিয়া সবসময় অস্ত্র রাখতেন এবং এলাকায় নানা অস্থিরতা সৃষ্টি করতেন।
এ বিষয়ে জানতে আশরাফ উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।