বাঘারপাড়ায় জামায়াত নেতা মাওলানা রকিবুল ইসলাম স্বরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ :যশোরের বাঘারপাড়ায় প্রায়াত জামায়াত নেতা অধ্যাপক মাওলানা রকিবুল ইসলামের স্বরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মার্চ উপজেলার (বাগডাঙ্গা-ঘোষনাগর) বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা বোরহানউদ্দিন, ওয়াদীপুর আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বুলবুল, মাওলানা এরশাদ আলী, ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওলানা সোহরাব হোসেন, আমিরুল ইসলাম বুলু, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন, আত্র মসজিদের বর্তমান ইমাম মাওলানা আব্দুল হালিম।
উল্লেখ্য, প্রায়াত জামায়াত নেতা মাওলানা রকিবুল ইসলাম, বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি এবং দীর্ঘ বছর ধরে বাগডাঙ্গা-ঘোষনাগর বাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন।