০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যশোরে শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে যুবক আটক, উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, যশোর: যশোরের ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে চার বছরের এক শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যশোর এয়ারপোর্টের টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি এবং ভিকটিমের একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

সূত্র জানায়, ২২ মার্চ রাতে কাজ শেষে বাসায় ফিরে আসামি তরিকুল শিশুটিকে তার মোবাইলে অশ্লীল ছবি দেখান। এর আগে ২০ মার্চ দুপুরেও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় শিশুটির পরিবার ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তরিকুলকে আটক করে এবং ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর, যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছিয়ে অভিযুক্তকে আটক করে। তবে, উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। এ পরিস্থিতিতে এসআই সাইফুলও আহত হন।

পরে পুলিশ আসামি এবং আহত এসআই সাইফুলকে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
৭২

যশোরে শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে যুবক আটক, উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত

আপডেট: ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

সাব্বির হোসেন, যশোর: যশোরের ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে চার বছরের এক শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যশোর এয়ারপোর্টের টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি এবং ভিকটিমের একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

সূত্র জানায়, ২২ মার্চ রাতে কাজ শেষে বাসায় ফিরে আসামি তরিকুল শিশুটিকে তার মোবাইলে অশ্লীল ছবি দেখান। এর আগে ২০ মার্চ দুপুরেও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় শিশুটির পরিবার ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তরিকুলকে আটক করে এবং ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর, যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছিয়ে অভিযুক্তকে আটক করে। তবে, উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। এ পরিস্থিতিতে এসআই সাইফুলও আহত হন।

পরে পুলিশ আসামি এবং আহত এসআই সাইফুলকে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে।