০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঝিকরগাছায় কিশোরের আত্মহত্যা, মোবাইল আসক্তিই কারণ?

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে মায়ের বকুনির পর মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) ভোর ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে মো. জিহাদ (১৬)।

নিহত জিহাদ মৃত ফারুক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা নিয়ে তার মায়ের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, এ কারণে সে হতাশায় পড়ে এমন চরম সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন সকালে প্রথমে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হওয়া জরুরি, বিশেষত মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৩১১

ঝিকরগাছায় কিশোরের আত্মহত্যা, মোবাইল আসক্তিই কারণ?

আপডেট: ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে মায়ের বকুনির পর মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) ভোর ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে মো. জিহাদ (১৬)।

নিহত জিহাদ মৃত ফারুক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা নিয়ে তার মায়ের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, এ কারণে সে হতাশায় পড়ে এমন চরম সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন সকালে প্রথমে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হওয়া জরুরি, বিশেষত মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য।