যশোর ডিবি’র অভিযানে আত্মসাৎকৃত তিন হাজার বস্তা ইউরিয়া সার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিনের সফল অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১১৫ বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার করেছে।
যশোরের নওয়াপাড়া থেকে আনলোড হয়ে যাওয়ার পথে ১৫টি ট্রাক ভর্তি ওই সার আত্মসাৎ করে একটি চক্র।
তথ্য মিলেছে, নভোটেড অ্যান্ড ট্রান্সপোর্টের আমদানি করা সরকারি বিসিআইসি ইউরিয়া সার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে চিহ্নিত একটি চক্র। এ ঘটনায় নভো ট্রেডের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিল্টন অভয়নগর থানায় মামলা করেন। ওই মামলা তদন্তে নামেন যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবির এসআই আবু হাসান সহ একটি চৌকস টিম।
মামলার তথ্য মতে, সরকারি বিসিআইসি ইউরিয়া সার অভয়নগরের নওয়াপাড়ার বিভিন্ন ঘাট থেকে ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পাঠানো হচ্ছিল মিলন হোসেন ও আবু বক্করের মাধ্যমে। এরা গাড়িযোগে ঘাট থেকে ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পাঠানোর ইচ্ছা পোষন করেন। সে প্রেক্ষিতে গত ৩ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ৪৮ টি ট্রাকে ৩১,৩৬০/-(একত্রিশ হাজার তিনশ ষাট) বস্তা সরকারি ইউরিয়া সার নিয়ে যায়। যার মূল্য ৪ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা। কিন্তু চুক্তি অনুযায়ী ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পৌঁছে মাত্র ৩৩টি ট্রাক । বাকি ১৫ টি ট্রাকের ৭,১৪০ (সাত হাজার একশ চল্লিশ) বস্তা সার আত্মসাৎ করে তারা। যার মুল্য ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। এ ঘটনার তদন্ত শুরু করে জেলা গোয়েন্দ শাখা। অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া’র নেতৃত্বে এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে অভিযানিক টিম গত ১৩ মার্চ অভয়নগর ভাঙ্গা গেট এলাকার আবু বক্করের অফিস থেকে এজাহারনামীয় আসামি মিলন হোসেন (৪৫) এবং মোঃ আবু বক্কারকে (৫০) আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দেন এবং উদ্ধার অভিযান চলে। ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার হয় উপরে উল্লেখিত বিপুল পরিমাণ আত্মসাৎকৃত সার। আটক করা হয় উজ্জ্বল নামে আরো একজনকে।
যশোর জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে বাঘারপাড়ার চতুরবাড়িয়া বাজার থেকে ৪৩৫ বস্তা, বাগআঁচড়া বাজার থেকে ৮শ বস্তা, পুলেরহাট বাজার থেকে ৪৬০ বস্তা, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বারোবাজার থেকে ৯২০ বস্তা ও মণিরামপুর জয়পুর গোপের বাজার থেকে ৪শ বস্তা, সর্বমোট ৩,০১৫ (তিন হাজার পনের) বস্তা সরকারি বিসিআইসি ইউরিয়া সার উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।