০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন,যশোর: যশোরের ঝিকরগাছায় সংখ্যালঘু এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশের অভিযানে সাতক্ষীরার কলারোয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শংকপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুমারী (৩০) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার (৪০) সুযোগ বুঝে তার ঘরে ঢুকে পড়ে।

গৃহবধূ ঘরে ফিরে আসার পর অভিযুক্ত আলাউদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূ চিৎকার শুরু করলে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন ছুটে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলাউদ্দিন পালিয়ে যায়। তবে তাড়াহুড়োতে সে তার গামছা, টর্চলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে রেখে যায়।

পরদিন (১৩ মার্চ) ভুক্তভোগী প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তিনি ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং- ০৬, তারিখ: ১৩/০৩/২০২৫)।

মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রাইটা গ্রাম থেকে অভিযুক্ত আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
১৭৯

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

আপডেট: ১২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

সাব্বির হোসেন,যশোর: যশোরের ঝিকরগাছায় সংখ্যালঘু এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশের অভিযানে সাতক্ষীরার কলারোয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শংকপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুমারী (৩০) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার (৪০) সুযোগ বুঝে তার ঘরে ঢুকে পড়ে।

গৃহবধূ ঘরে ফিরে আসার পর অভিযুক্ত আলাউদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূ চিৎকার শুরু করলে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন ছুটে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলাউদ্দিন পালিয়ে যায়। তবে তাড়াহুড়োতে সে তার গামছা, টর্চলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে রেখে যায়।

পরদিন (১৩ মার্চ) ভুক্তভোগী প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তিনি ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং- ০৬, তারিখ: ১৩/০৩/২০২৫)।

মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রাইটা গ্রাম থেকে অভিযুক্ত আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।