বাঘারপাড়ায় ১৫০জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় ১শ ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে কৃষি পণোদনা কর্মসূচির আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘারপাড়ার আয়োজনে এই সার-বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
২০২৪-২৫/খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল ও তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এদিন উপজেলার ১’শ ৫০ জন প্রান্তিক কৃষককে মুগ ও তিলের বীজ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১’শ ১০ জন কৃষক এক কেজী করে তিলের বীজ, ১০ কেজী করে ফসফেট (ডিএপি), ৫ কোজী পটাশ (এমওপি) এবং ৪০ জন কৃষক ৫ কেজি করে মুগডালের বীজ, ১০ কেজি করে ফসফেট (ডিএপি), ও ৫ কেজি করে পটাশ (এমওপি) সার পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এএফএম আসলাম হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।