ভালুকায় অবশেষে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন
- আপডেট: ০৬:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২৭

ভালুকা ময়মনসিংহ, প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভালুকা উপজেলা বিএনপির- যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে আপিল শুনানির চতুর্থ দিনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর ফলে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা নেই।
বিকেলে আপিল শুনানি শেষে মুহাম্মদ মোর্শেদ আলম নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে মনোনয়ন বৈধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ার অভিযোগে মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তাঁর মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা করা হয়।





















