১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৩০

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

বৃহষ্পতিবার দিবাগত রাতে আজমতপুর বিওপির একটি টহল দল ১৮২/৩ নং সীমান্ত পিলারের ৪’শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

শুক্রবার বেলা ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯) বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম এসব তথ্য দেন।

সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারি/সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালনের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক চোরাচালন বন্ধে জোর নির্দেশনা দেন।

তারই প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯) বিজিবি গত ৩ বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫জন আসামীসহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অস্ত্র গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অভিযান বৃদ্ধি করে সহ বিশেষ টহল পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট: ০৩:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

বৃহষ্পতিবার দিবাগত রাতে আজমতপুর বিওপির একটি টহল দল ১৮২/৩ নং সীমান্ত পিলারের ৪’শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

শুক্রবার বেলা ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯) বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম এসব তথ্য দেন।

সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারি/সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালনের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক চোরাচালন বন্ধে জোর নির্দেশনা দেন।

তারই প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯) বিজিবি গত ৩ বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫জন আসামীসহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অস্ত্র গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অভিযান বৃদ্ধি করে সহ বিশেষ টহল পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।