১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হবে রাতে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার তারিখ আবারো পেছানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এ বিষয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড।

আজ সকালে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের দেওয়া তথ্য ছাড়া অনুমানভিত্তিক বা অন্য কারো তথ্য দিয়ে চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত নিউজ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না। দেশটি জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যেটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাতে পারে।

শুক্রবার গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, “এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে।”

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। তার চিকিৎসায় দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হবে রাতে

আপডেট: ১২:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার তারিখ আবারো পেছানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এ বিষয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড।

আজ সকালে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের দেওয়া তথ্য ছাড়া অনুমানভিত্তিক বা অন্য কারো তথ্য দিয়ে চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত নিউজ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না। দেশটি জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যেটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাতে পারে।

শুক্রবার গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, “এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে।”

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। তার চিকিৎসায় দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।