ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট ইইউ, পর্যবেক্ষণে আসছে বড় প্রতিনিধি দল
- আপডেট: ০৭:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৮

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ঢাকাস্থ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, এবারের নির্বাচনে ইইউ’র একটি বড় পর্যবেক্ষক দল মাঠে থাকবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মিলার বলেন, ‘‘ইইউ সবসময় সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। বাংলাদেশের সামনে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’’
গত শনিবার রাজধানীর শেরে বাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মক ভোটিং’ পর্যবেক্ষণের তিনদিন পর সিইসির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মিলার জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতিমূলক মহড়া হয়েছে, তা তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন পেশাদারিত্ব দেখিয়ে যে প্রস্তুতি নিয়েছে, তা প্রশংসনীয়। সংসদ নির্বাচন ও গণভোট দুই ধরনের ভোট একসঙ্গে আয়োজনের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েও ইসি সন্তোষজনকভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।’’
তিনি জানান, ২০২৬ সালে বিশ্বব্যাপী অন্যতম বড় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, আর এ উপলক্ষে ইইউ একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তিগত ও কারিগরি সহায়তাও অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন।

























