০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৬

খাগড়াছড়ি প্রতিনিধি।। গ্রামীণ নারীর উন্নয়ন, সহনশীল সমাজ গঠন ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে খাগড়াছড়িতে উদযাপিত হলো বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫। “আন্তর্জাতিক সহনশীল সমাজ গঠনে গ্রামীণ নারী ও কিশোরীদের গুরুত্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার কুমারধান রোয়াজা পাড়া এলাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

অনুষ্ঠানটি আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি এবং সহযোগিতা করে টেবটেবা ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারী ও কিশোরীরা সমাজের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। কৃষি, শিক্ষা, পরিবার ও সমাজ, সবক্ষেত্রেই তারা অবদান রাখছেন নীরবে-নিভৃতে। তাই সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক সমাজ গঠনে গ্রামীণ নারীদের ভূমিকা অপরিসীম।

বক্তারা আরও বলেন, ঐতিহ্যবাহী ফসল ও টেকসই কৃষি প্রযুক্তির পুনর্জাগরণে নারীদের সম্পৃক্ততা একটি স্থিতিশীল খাদ্যব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নারী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, কিশোরী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রামীণ নারীদের তৈরি পণ্যের প্রদর্শনী।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন

আপডেট: ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। গ্রামীণ নারীর উন্নয়ন, সহনশীল সমাজ গঠন ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে খাগড়াছড়িতে উদযাপিত হলো বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫। “আন্তর্জাতিক সহনশীল সমাজ গঠনে গ্রামীণ নারী ও কিশোরীদের গুরুত্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার কুমারধান রোয়াজা পাড়া এলাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

অনুষ্ঠানটি আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি এবং সহযোগিতা করে টেবটেবা ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারী ও কিশোরীরা সমাজের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। কৃষি, শিক্ষা, পরিবার ও সমাজ, সবক্ষেত্রেই তারা অবদান রাখছেন নীরবে-নিভৃতে। তাই সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক সমাজ গঠনে গ্রামীণ নারীদের ভূমিকা অপরিসীম।

বক্তারা আরও বলেন, ঐতিহ্যবাহী ফসল ও টেকসই কৃষি প্রযুক্তির পুনর্জাগরণে নারীদের সম্পৃক্ততা একটি স্থিতিশীল খাদ্যব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নারী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, কিশোরী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রামীণ নারীদের তৈরি পণ্যের প্রদর্শনী।