বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১০:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ২৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ অক্টোবর-২০২৫) যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান চালান।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শাল, চাদর ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরেই বিজিবি চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও সক্রিয় অভিযানে রয়েছে। এই জব্দকৃত মালামাল তারই ধারাবাহিক সাফল্য।”
তিনি আরও বলেন, “সীমান্তে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি সদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান জোরদার করা হবে।”
বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্যসমূহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















