১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৯০

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের মাধ্যমে প্রধান উপতেষ্টা বরাবর স্মারক লিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে নির্ধারিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, পৌর কমিটির সদস্য সিরাজুম মনির রিয়াদ, আরাফাত হোসেন, মোঃ আব্দুল্লাহ, মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে পিসিসিপি জানায়, ভূমি কমিশনের গঠন কাঠামোতে পার্বত্য অঞ্চলে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় এটি পক্ষপাতদুষ্ট ও সংবিধানবিরোধী বলে বিবেচিত হচ্ছে। কমিশনের ৯ সদস্যের মধ্যে ৭ জন উপজাতি সম্প্রদায়ের হওয়ায় একপেশে সিদ্ধান্তের আশঙ্কা তৈরি হয়েছে, যা সমতাভিত্তিক নাগরিক অধিকারের পরিপন্থী।

এছাড়া তারা উল্লেখ করেন, বাঙালি জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সবার অংশগ্রহণমূলক ভূমি নীতিমালা প্রণয়ন এবং ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের কোনো বৈঠক না করার আহ্বান জানান।

পিসিসিপি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, দাবি উপেক্ষা করে বৈঠক অনুষ্ঠিত হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “ভূমি প্রশ্ন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে সংবেদনশীল ইস্যু। তাই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করতে হবে, নয়তো তা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেবে।”

স্মারকলিপি জমা দেওয়ার পর পিসিসিপি নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং সকল জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় ন্যায্য পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান

আপডেট: ০৭:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের মাধ্যমে প্রধান উপতেষ্টা বরাবর স্মারক লিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে নির্ধারিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, পৌর কমিটির সদস্য সিরাজুম মনির রিয়াদ, আরাফাত হোসেন, মোঃ আব্দুল্লাহ, মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে পিসিসিপি জানায়, ভূমি কমিশনের গঠন কাঠামোতে পার্বত্য অঞ্চলে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় এটি পক্ষপাতদুষ্ট ও সংবিধানবিরোধী বলে বিবেচিত হচ্ছে। কমিশনের ৯ সদস্যের মধ্যে ৭ জন উপজাতি সম্প্রদায়ের হওয়ায় একপেশে সিদ্ধান্তের আশঙ্কা তৈরি হয়েছে, যা সমতাভিত্তিক নাগরিক অধিকারের পরিপন্থী।

এছাড়া তারা উল্লেখ করেন, বাঙালি জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সবার অংশগ্রহণমূলক ভূমি নীতিমালা প্রণয়ন এবং ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের কোনো বৈঠক না করার আহ্বান জানান।

পিসিসিপি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, দাবি উপেক্ষা করে বৈঠক অনুষ্ঠিত হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “ভূমি প্রশ্ন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে সংবেদনশীল ইস্যু। তাই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করতে হবে, নয়তো তা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেবে।”

স্মারকলিপি জমা দেওয়ার পর পিসিসিপি নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং সকল জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় ন্যায্য পদক্ষেপ গ্রহণ করবে।