১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন: পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৭৬

খাগড়াছড়ি প্রতিনিধি।। পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীল আচরণই দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। তারা দাবি করেন, পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সরকারের প্রতি আন্তরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন— “ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।”

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন: পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আপডেট: ০৬:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীল আচরণই দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। তারা দাবি করেন, পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সরকারের প্রতি আন্তরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন— “ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।”