যশোরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: নারী-শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে শপথ
- আপডেট: ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২০

নিজস্ব প্রতিবেদক: নারী-পুরুষ নয় প্রতিদ্বন্দ্বী, বরং সহযোগী ও পরিপূরক শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি, যশোরে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জাতীয় কন্যাশিশু দিবস আমাদের সমাজে নারী ও কন্যাশিশুর অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার এক মহামঞ্চ। আমরা চাই, আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক।”
তিনি আরও বলেন, “নারীরা অনেক সময় নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন, যা ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার দিকে ঠেলে দেয়। এ থেকে মুক্তি পেতে শারীরিকভাবে সক্রিয় থাকা এবং নির্ভরযোগ্য কারো সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া জরুরি। অধিকারের কথা বলা অপরাধ নয় বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।