খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ জুলাই ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3572 বার
রাসেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধি: চলতি বর্ষা মৌসুমে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে শতাধিক ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এ বিষয়ে গত ৭ জুলাই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, সাবেক শিক্ষক প্রতিনিধি মল্লিক নুরুল ইসলাম, অধ্যাপক শফিকুল ইসলাম ও শিবানী রানী প্রমুখ।
উদ্বোধন কালে ২৫টি নারকেল চারা ক্যাম্পাসে রোপন করা হয়। শতাধিক ফলজ বৃক্ষ রোপন করা হবে বলে জানা গেছে।
কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনায় চলতি বছর বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বিগত বছরও কলেজে অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বলেন, শুধু বৃক্ষ রোপণ নয় সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।