০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং জেলা এনসিটিএফ’র সভাপতি ঐতিহ্য দাশসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, সুরক্ষা ও বিকাশে সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে নৃত্য, গানের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।

বক্তারা বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ— তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা

আপডেট: ১১:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সূচনা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং জেলা এনসিটিএফ’র সভাপতি ঐতিহ্য দাশসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, সুরক্ষা ও বিকাশে সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে নৃত্য, গানের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।

বক্তারা বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ— তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”