স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোলের বড়আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

শনিবার বেলা ১১ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল চেকপোস্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয় বলে জানান বড়আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন বল্টু।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে চেকপোস্ট এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠ ছাড়ব না, প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

বড়আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা খাতুন বলেন, ২০১১ সালে বিকল্প খেলার মাঠ দেওয়ার প্রস্তাবে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সাথে সমঝোতায় এ মাঠটি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেন। এ ব্যাপারে একাধিকবার যশোরের জেলা প্রশাসকের সাথে মৌখিকভাবে ও আবেদন করেও বিকল্প কোন মাঠ বিদ্যালয়কে দেওয়া হয়নি।

বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলার সুলতান আহমেদ বাবু বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা সৃষ্টি না করে আমরা মাঠটি অধিগ্রহনে সহযোগিতা করেছিলাম।সেসময় তারা বিকল্প মাঠ দেওয়ার কথা বলেছিলেন।এখন বিদ্যালয়ে কোন খেলার মাঠ না থাকায় তারা খেলাধুলা করতে পারছে না।এতে বন্ধ রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরকারের কাছে দাবি অবিলম্বে খেলার বিকল্প মাঠ ফেরত দেওয়া হোক।

বড়আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন বল্টু বলেন, অভিভাবকদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প খেলার মাঠটি উঠতি বয়সের কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দিয়ে তাদের সুষ্ঠু পরিবেশ ও মাদকের করাল গ্রাস থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হবে।

বেনাপোলপৌরসভার বড়আঁচড়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কামাল হোসেন বলেন, বিগত ১৩ বছর আগে বন্দরের স্বার্থে এবং ভিন্নস্থানে খেলার মাঠ তৈরী করে দেওয়ার শর্তে বেনাপোল বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সরকার অধিগ্রহণ করেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও স্কুল এবং এলাকাবাসী খেলার মাঠটি ফিরে পায়নি। এজন্য জেলার অভিভাবক জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি। এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীদের মাদকের হাত রক্ষা করতে জরুরীভাবে খেলার মাঠটির সু-ব্যবস্থা করার অনুরোধ করছি।