০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

শার্শায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২, পলাতক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৩১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে থানার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার এসআই হযরত আলী ও এএসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— শার্শা থানার গোড়াপাড়া গ্রামের শাহাজান সরদারের ছেলে মো. মহিনুর রহমান (৫০) ও ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের (মন্দিরপাড়া) মৃত রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ২টি স্মার্টফোন, নগদ ১৯ হাজার টাকা এবং একটি পুরাতন ইয়ামাহা এফ-জেড (YAMAHA FZ) মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. মাসুম ওরফে মাসুদ সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-১০, তারিখ-০৫/১০/২০২৫) রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া মহিনুর রহমানের বিরুদ্ধে ৪টি ও সুব্রত দাসের বিরুদ্ধে ২টি মাদক মামলার রেকর্ড রয়েছে। আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২, পলাতক-১

আপডেট: ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে থানার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার এসআই হযরত আলী ও এএসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— শার্শা থানার গোড়াপাড়া গ্রামের শাহাজান সরদারের ছেলে মো. মহিনুর রহমান (৫০) ও ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের (মন্দিরপাড়া) মৃত রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ২টি স্মার্টফোন, নগদ ১৯ হাজার টাকা এবং একটি পুরাতন ইয়ামাহা এফ-জেড (YAMAHA FZ) মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. মাসুম ওরফে মাসুদ সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-১০, তারিখ-০৫/১০/২০২৫) রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া মহিনুর রহমানের বিরুদ্ধে ৪টি ও সুব্রত দাসের বিরুদ্ধে ২টি মাদক মামলার রেকর্ড রয়েছে। আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হবে।