০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ 

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাযয এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নবীনদের স্বপ্নপূরণে এই কলেজ সর্বদা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। তারা শুধু পড়াশোনায় নয়, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চায়ও সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নবীনদের ফুল দিয়ে বরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ 

আপডেট: ০৪:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাযয এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নবীনদের স্বপ্নপূরণে এই কলেজ সর্বদা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। তারা শুধু পড়াশোনায় নয়, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চায়ও সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নবীনদের ফুল দিয়ে বরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।