০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৩

খাগড়াছড়ি প্রতিনিধি।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রিজিয়নের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করে।

সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় শারদীয় দুর্গাপূজার আমেজ এখন তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন

আপডেট: ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রিজিয়নের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করে।

সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় শারদীয় দুর্গাপূজার আমেজ এখন তুঙ্গে।