খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ জুন ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2858 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় ওয়াজেদ-সামছুন্নাহার হেলথ কেয়ার সেন্টারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ জুন) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব যশোরের আয়োজনে এবং ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ও বি এন এস বি চক্ষু হাসপাতাল খুলনার সহযোগিতায় এই চক্ষু শিবিরে ১২০ জন চক্ষু রুগীকে সেবা প্রদান করা হয়েছে এবং ৩০ জন রুগী বাছাই করা হয়েছে যাদেরকে সুবিধাজনক সময়ে বিনামূল্যে চোখের অপারেশন এর মাধ্যমে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানের সমন্বয়ক রোটারিয়ান পিপি ডাক্তার মীর ফয়জুল ইসলামের তত্বাবধানে এবং এসিস্ট্যান্ট সার্জন ডাক্তার হাসিবুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম খুলনা থেকে এসে এই চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রী চক্ষু শিবিরে সেবা নিতে আসা আমিন উদ্দিন (৭৬) বলেন বয়স হয়ে যাওয়ায় চোখে ঠিকমতো দেখতে পায়না। আর্থিক সমস্যায় দুরে ডাক্তার দেখাতেও পারিনি। আজ বাড়ির কাছে ফ্রী চোখ দেখাতে পেরে আমি খুব খুশি হয়েছি। ঝিকরগাছা সহ শার্শা, চৌগাছা, মনিরামপুরসহ দুর দরান্ত থেকে এখানে রুগীরা চোখ দেখাতে এসেছিলেন।
ওয়াজেদ শামসুন্নাহার হেলথ কেয়ার এর দায়িত্বরত ভলান্টিয়ার টিমের দায়িত্বে থাকা সাংবাদিক আমিনুর রহমান বলেন, এরকম একটা আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এসময় তার সাথে ছিলেন মোঃ জাহিদুল মোমিন সুমন, নাসরিন আক্তার, টিংকু, বাবু, সাংবাদিক মাসুদ রানা সহ আরও অনেকে।