খাগড়াছড়িতে তারুণ্যের তুলিতে পাহাড়–প্রকৃতির রূপ
- আপডেট: ১১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পেইন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম—“তারুণ্যের তুলিতে পাহাড় ও প্রকৃতি”।
রঙ-তুলির আঁচড়ে তরুণদের ক্যানভাস ভরে উঠছে পাহাড়ি প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে। একদিকে সজীব সবুজ বনানী, আঁকাবাঁকা নদী, পাহাড়ের ঢেউখেলানো দৃশ্য; অন্যদিকে তরুণ শিল্পীদের চোখে ধরা পড়ছে তাদের নিজস্ব অনুভূতি, ভাবনা আর স্বপ্ন।
উদ্বোধনী আয়োজনের আবহ:
শুক্রবার দুপুরে সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
উদ্বোধনী বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন—“এই ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পকর্মের মাধ্যমে তারা আমাদের পাহাড়-প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে পারছে।”
সভায় বক্তারা উল্লেখ করেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও চিন্তাশক্তি দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ। শিল্পের মাধ্যমে তারা শুধু প্রকৃতিকে ভালোবাসতে শেখে না, বরং সমাজ পরিবর্তনের বার্তাও ছড়িয়ে দেয়।
আঁকাআঁকির ভিন্নতর অভিজ্ঞতা
তিন দিনব্যাপী এ ক্যাম্পের প্রতিদিনই শিল্পীদের ক্যানভাসে ফুটে উঠছে পাহাড়ের ভিন্ন ভিন্ন রূপ।
প্রথম দিন: খাগড়াছড়ি শহরের আলুটিলা তারেং চুমুই পাড়া। সেখানে পাহাড়ের টিলার ফাঁকে ফাঁকে শিল্পীরা আঁকলেন গ্রামীণ জীবনযাত্রা ও প্রকৃতির সজীবতা।
দ্বিতীয় দিন: প্রাণবন্ত চেঙ্গী নদীর তীর। নীল আকাশের নিচে নদীর ঢেউ আর দু’পাড়ের সবুজকে ক্যানভাসে ধারণ করলেন তরুণ চিত্রশিল্পীরা।
শেষ দিন: সাংস্কৃতিক ইনস্টিটিউটের নিজস্ব প্রাঙ্গণেই বসবে আঁকাআঁকির আসর, যেখানে মুক্ত পরিবেশে সবাই অংশ নেবে রঙের উৎসবে।