থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
- আপডেট: ০৭:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৮৯

আন্তর্জাতিক ডেস্ক : সিনেমা জগতে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানান তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় আসেন এই তামিল সুপারস্টার। সেই জনসভায় তিনি বলেছিলেন, ‘‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’’
এবার ফের আলোচনার তুঙ্গে রয়েছে টিভিকে। গত বৃহস্পতিবার ভারতের মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।
সেই সভায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। এবার জানা গেল দক্ষিণি এই সুপারস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। টিভিকের সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির
সংবাদমাধ্যমগুলো এক প্রতিবেদনে জানিয়েছে, ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা হয়েছে। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎকুমার নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ওই মামলা হয়েছে। অভিযোগকারী জানান, বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
এ বিষয়ে কুন্নাম পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদুরাইয়ে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ডিএমকেকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন থালাপতি বিজয়। সম্মেলনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) টিভিকের একমাত্র আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা দেন তিনি।



























