০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৭০

খাগড়াছড়ি প্রতিনিধি।। “সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন”,”এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে মারমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান। সভায় মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখানে ধর্ম-বর্ণের বিভাজন নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ভিত্তিতে একসাথে এগিয়ে যাওয়া আমাদের অঙ্গীকার।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন,“বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে বাংলাদেশের গর্বিত নাগরিক। সকলের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী চায়।”

সভায় উপস্থিত মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দও জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সততা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। “সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন”,”এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে মারমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান। সভায় মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখানে ধর্ম-বর্ণের বিভাজন নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ভিত্তিতে একসাথে এগিয়ে যাওয়া আমাদের অঙ্গীকার।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন,“বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে বাংলাদেশের গর্বিত নাগরিক। সকলের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী চায়।”

সভায় উপস্থিত মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দও জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সততা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।