খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4020 বার
এসএম স্বপনঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইন সহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানার ৩ নং ঘিবা সাকিনস্থ পলাতক আসামী বিসে আলী (২৮) এর বসত বাড়ির সামনে গলি রাস্তার উপর হতে ধৃত আসামী জাফির হোসেন (৩৩), পিতা মোশারেফ হোসেন, স্থায়ী: গ্রাম কূলপালা, থানা শার্শা এর কাছ থেকে ১কেজি গাঁজা, মূল্য-৪০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামস্থ খলশী বাজার সংলগ্ম ভাটার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী আল মামুন (২৫), পিতা মোফাজ্জেল হোসেন, স্থায়ী: গ্রাম অগ্রভুলট, থানা শার্শা এর কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ১০,০০০/- টাকা এবং বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে রিয়াজুল ইসলাম (৪০), পিতা মৃত হামিদ মুন্সি ,স্থায়ী: গ্রাম সাদিপুর (মধ্যপাড়া), থানা বেনাপোল পোর্ট থানা এর কাছ থেকে সর্বমোট ৫০ পুরিয়া হেরোইন, ওজন ৫ গ্রাম কাগজসহ, মূল্য অনুমান ১০,০০০/- টাকা উদ্ধার করে থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
উক্ত এজাহারের ভিত্তিতে তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধীক মাদক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সুমন ভক্ত।