বসুন্দিয়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আট দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট: ১২:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৩৬৬

সাঈদ ইবনে হানিফ : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ এর আয়োজনে জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৭ তারিখ শুক্রবার সকাল আটটা থেকে শুরু করে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত পর্যায়ক্রমে ৮ দলের খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুর গাজীপাড়া একাদশ, রানার্স আপ হয় কালার পুকুর একাদশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ফুটবল টুর্নামেন্টের যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি রায়হান পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৪ নং জামায়াতের সম্মানিত সভাপতি মাহবুব বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগ বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি হাদিউজ্জামান, সভাপতি তার বক্তব্য বলেন, যুব সমাজকে মাদক থেকে ফিরায় রাখার জন্য এমন আয়োজন, ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর ভাবে যুব সমাজকে একত্রিত করে খেলা করানোর জন্য সার্বিক সহযোগিতা করা হবে ইনশাল্লাহ ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কার খান, যুব বিভাগ ইউনিয়ন সেক্রেটারী মোস্তফা আল মামুন,চার নম্বর ওয়ার্ডের সেক্রেটারী সেলিম বিশ্বাস, এক নাম্বার ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















