০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যশোর ডিবির অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৫০

নিজস্ব প্রতিবেদক: যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চোরাই মোটরসাইকেলসহ আটক দুই সদস্যের নাম মোহাম্মদ আলী (৪০) এবং মো. খলিল গাজী (৩৬)। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৩০ মে ২০২৫ তারিখে। বাদী মোঃ জুয়েল রানা (২৩) যশোর শহরের মুজিব সড়ক এলাকার সেইলর শোরুমের সামনে তার মোটরসাইকেল রেখে শোরুমের ভিতরে প্রবেশ করেছিলেন। ২০ মিনিট পর এসে তিনি তার মোটরসাইকেলটি আর সেখানে না দেখে হতাশ হয়ে থানায় মামলা করেন।

বাদীর অভিযোগের পর, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নামে। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভূ্ঁইয়া এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু এর সমন্বয়ে একাধিক পুলিশ সদস্য গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এবং এক মাসের তদন্ত শেষে, তারা গত রাত ১৫ জুন যশোর নিউমার্কেট এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ আলী ও মো. খলিল গাজীকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করে। তাদের দেখানো মতে, আজ সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকা থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল এবং একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। আটককৃত
মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে এবং খলিল গাজী শ্যামনগর থানার চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে যশোর, খুলনা, সাতক্ষীরা এবং আশেপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ আলীর নামে ২৪টি এবং খলিল গাজীর নামে ১৪টি মামলা রয়েছে।

অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর ডিবির অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট: ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চোরাই মোটরসাইকেলসহ আটক দুই সদস্যের নাম মোহাম্মদ আলী (৪০) এবং মো. খলিল গাজী (৩৬)। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৩০ মে ২০২৫ তারিখে। বাদী মোঃ জুয়েল রানা (২৩) যশোর শহরের মুজিব সড়ক এলাকার সেইলর শোরুমের সামনে তার মোটরসাইকেল রেখে শোরুমের ভিতরে প্রবেশ করেছিলেন। ২০ মিনিট পর এসে তিনি তার মোটরসাইকেলটি আর সেখানে না দেখে হতাশ হয়ে থানায় মামলা করেন।

বাদীর অভিযোগের পর, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নামে। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভূ্ঁইয়া এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু এর সমন্বয়ে একাধিক পুলিশ সদস্য গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এবং এক মাসের তদন্ত শেষে, তারা গত রাত ১৫ জুন যশোর নিউমার্কেট এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ আলী ও মো. খলিল গাজীকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করে। তাদের দেখানো মতে, আজ সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকা থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল এবং একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। আটককৃত
মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে এবং খলিল গাজী শ্যামনগর থানার চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে যশোর, খুলনা, সাতক্ষীরা এবং আশেপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ আলীর নামে ২৪টি এবং খলিল গাজীর নামে ১৪টি মামলা রয়েছে।

অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।