যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৩০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ জুন) ৪৯ বিজিবির টহল দল কাশিপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যসামগ্রী ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫৩ হাজার ১০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও বলেন, “জব্দ করা ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে ধ্বংসের জন্য। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও চাওয়া হয়েছে।