ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলে এসএসসি ২০১১ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত
- আপডেট: ০৬:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ১৯৮

সাব্বির হোসেন,ঝিকরগাছা,যশোরঃ ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আজ রোববার (৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর সহপাঠীদের একসঙ্গে ফিরে পাওয়ার আনন্দে মুখরিত হয় বিদ্যালয় চত্বর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু এবং সহকারী শিক্ষক আব্দুল হালিম। প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু বলেন, *”তোমাদের সবার মুখে হাসি দেখে মনে হচ্ছে শিক্ষক জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। তোমরা আজ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত — এটা আমাদের গর্বের বিষয়। তোমাদের এই বন্ধন চিরস্থায়ী হোক, তোমরা ভালো থেকো, সমাজের জন্য কিছু করে যাও — এটাই আমাদের প্রত্যাশা।”*
পূর্ণমিলনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন: আব্দুল্লাহ আল মামুন, শাহিনুর, মিঠুন, তরিকুল, জনি, বিপুল, মাহবুব, সাজু, রিয়াদ, রাজু, ইমরান, পরাণ, কিরণ, শোভন, ফিরোজ, মতি, লিমন, রুবেল, তাসনিম, লিপু, টিয়া, মিম, জিকো, বিল্লাল, বাপ্পি, মজিদ, সবুজ, তারেক, ফারহানা, হেভেন, দীপ্ত, জাহিদ, অর্পণ, সাজ্জাদ, রহিম, মনোয়ার, ফাবিয়া, মারুফ, তাপস, রিপন, আলামিন, অথৈ, ইমন, মাজিয়া, নাজমুল, মুনিয়া, তাক্ষী, আশা, রোহান, শিপন, সোহান, আশিক, আসমিনা এবং মাহামুদুল্লাহ, শামীম।
পূর্ণমিলনী আয়োজনে অর্থনৈতিক সহায়তা ও স্পন্সরশিপ দিয়ে বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন: **সাইদুজ্জামান ওয়াহিদ, তামিমুল হক অর্পণ, আজিজুল ইসলাম লিপু, আব্দুল্লাহ আল মামুন, শাওন কাদির জিকো, ফরহাদ তাসনিম, মতিয়ার রহমান, তরিকুল তূর্য, রাকিবুর রহমান রুদ্র, তরুণ রায়, সাবিহা সুলতানা মিম,আশিক এবং ফারহানা বিলকিস সুমি**।
দিনব্যাপী এই মিলনমেলায় বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, স্মৃতিচারণ, আলাপ-আলোচনার পাশাপাশি ছিল বিভিন্ন খেলার ইভেন্টস, ফটোগ্রাফি সেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজনে হৃদয়ে পুরনো দিনগুলো ফিরে আসে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পূর্ণমিলনী আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।