যশোরে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট: ১০:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২২৮

সাব্বির হোসেন, যশোরঃ যশোরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী অপহরণের মামলায় রাফি (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত রাফি ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৩ মে দুপুর আনুমানিক ১টার দিকে যশোর সদর উপজেলার আরবপুর পাওয়ার হাউজ এলাকা থেকে যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে অভিযুক্ত রাফি। ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে সেটি অপহরণ মামলা হিসেবে গ্রহণ করা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ঝন্টু কুমার বসাক জানান, মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় গত রোববার (১ জুন) দুপুরে ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামে রাফির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ওই দিন বিকেলে রাফিকে যশোর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।