যশোরে বিজিবি’র অভিযানে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- আপডেট: ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১৪৭

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
জব্দ করা স্বর্ণের মোট ওজন ১.৩৯৭ কেজি, আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।
রবিবার (১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। আটককৃত চোরাকারবারী লিটন রায় (৫০) ঢাকার কোতোয়ালী থানার শাঁখারীবাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, লিটনের জুতার সোলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় জানান, তিনি ঢাকার শাঁখারী বাজার এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেন এবং যশোর হয়ে ঝিনাইদহ সীমান্ত দিয়ে তা ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, আটককৃত স্বর্ণ ও আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তে স্বর্ণ, মাদক, হুন্ডি, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”