নাভারণে সাইকেল চোরকে গণধোলাই মামলায় আটক-৭
- আপডেট: ১১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৭২

নিজস্ব প্রতিবেদক: যশোর শার্শা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার সাত আসামি এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম জানান, শুক্রবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নাভারণ রেলবাজার এলাকায় বাইসাইকেল চুরির একটি ঘটনায় নাভারণ রেল বাজারস্থ শাওন জুয়েলার্স এর সামনে গণধোলাইয়ের পর দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
বাইসাইকেল চোরকে গণধোলাই মামলার আসামীরা হলো ০১) মোঃ আক্তারুল ইসলাম (৩৫), পিতা-আলতাফ হোসেন, সাং-পরুন্দারপুর, ০২) মোঃ শাওন হোসেন (২১), পিতা-মোঃ সেলিম উদ্দিন দুদু, সাং-রঘুনাথপুর ডাঙ্গী, ০৩) মোঃ সাকিব (১৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-কুন্দিরপুর মাঠপাড়া, ০৪) মাহফুজুর রহমান পিয়াস (২০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, ০৫) মোঃ শাহিন মির্জা (২৭), পিতা-শহিদ মির্জা, উভয় সাং- রঘুনাথপুর ডাঙ্গী, ০৬), মোঃ হাসান (২৮), পিতা-মৃত জিন্নত আলী, সাং-ঢাকা পাড়া, সর্ব থানা-ঝিকরগাছা, ০৭) মোঃ সিয়াম হোসেন (২০), পিতা-নাজমুল গাজী, সাং-উলশী(খালপাড়া), থানা-শার্শা, জেলা-যশোরদের ধৃত করেন। ধৃত আসামীদের শার্শা থানার মামলা নং-০২, তাং-০১/০৬/২৫ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭ পেনাল কোড মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও এএসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় এসসি-২২৪৯/২১, জিআর-১৪০/২১, মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১) মোঃ ইয়াকুব আলী, পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-আমলাই, থানা-শার্শা, জেলা-যশোরকে ধৃত করেন। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।