ঈদের হাসি ছড়িয়ে দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক
- আপডেট: ০৭:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৬৭

নিজস্ব প্রতিবেদক: পথশিশুর হাতে নতুন জামা, চোখে স্বপ্নের ঝিলিক—ঈদের ঠিক আগের বিকেলটা ছিল অন্যরকম। আর এই হাসির পেছনে ছিলেন একজন পুলিশ কর্মকর্তা—খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিপিএম।
পুলিশ মানেই কি শুধু সিগন্যাল, অভিযান আর কঠোরতা? ডিআইজি রেজাউল হক যেন তার উল্টো দিকটাই তুলে ধরলেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি নিজ উদ্যোগে এতিম ও পথশিশুদের জন্য পাঠালেন নতুন জামা-কাপড় ও নগদ টাকা। উদ্দেশ্য একটাই—ঈদের আনন্দ থেকে যেন ওরা বঞ্চিত না হয়।
নতুন জামা গায়ে দিয়ে এক শিশু বলল, “আংকেলটা (ডিআইজি) আমাদের জন্য উপহার পাঠাইছে—পুলিশ ভালো হইছে!” ছোট্ট মুখে এই সরল বাক্যটিই যেন বলে দেয় সব কথা।
এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, “স্যার সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা ভাবেন। এটা কোনো ক্যামেরার জন্য নয়, এটা ওনার ভেতর থেকে আসে।”
খুলনা রেঞ্জ পুলিশ সদস্যদের পক্ষ থেকেও তাঁর এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। অনেকেই বলছেন—এই মানবিক কাজটা শুধু উপহার নয়, এটা একটা বার্তা—পুলিশ হতে পারে বন্ধু, আপনজন, ভরসার ঠিকানা।
একজন ডিআইজি যখন শিশুর মুখে হাসি ফোটানোর কথা ভাবেন, তখন সেটা শুধু একজন কর্মকর্তার কাজ নয়—এটা সমাজের জন্য এক নিঃশব্দ অনুপ্রেরণা।