বাঘারপাড়ায় দুর্নীতি প্রতিরোধ শীর্ষক (বিতর্ক) প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় দুর্নীতি প্রতিরোধ শীর্ষক দুদকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া আলী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ পরিচালক সালাহউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোতালেব হোসেন, বাঘারপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ কুমার মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিবার্হী অফিসার ও দুদকের উপ পরিচালকসহ অতিথিরা। ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় নারিকেলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়, নারিকেলবাড়ায়ী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, নারিকেলবাড়ীয়া সেবাসংঘ বালিকা বিদ্যালয় ও জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।