সিএসএস যশোর জোন এর আয়োজনে ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সিএসএস এর স্থপতি রেভারেন্ড পলমুন্সি স্মরণে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, যশোর জোন এর আয়োজনে যশোরের ঝিকরগাছা উপজেলা শাখায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পে রোগী দ্যাখেন স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ ডাঃ নাফিসা পারভীন, এমবিবিএস, সিসিডি, ডিএমইউ (আল্ট্রা)।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন যশোর জোনের (পশ্চিমাঞ্চল) রিজিওনাল ম্যানেজার মো: মফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে ২২২ টি শাখার মাধ্যমে সিএসএস এধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিএসএস শুধুমাত্র ব্যবসায়ীক স্বার্থকে প্রাধান্য দেয়না বরং মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়ায়।
স্বাস্থ্য সেবা নিতে আসা গীতা রাণী (৬৫) বলেন, অর্থাভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ এখানে এসে ফ্রী ডাক্তার দেখাতে পারলাম। আমার অনেক ভালো লাগছে। ছেলে ও মেয়ে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন মুন্নী বেগম (৩৫)। তিনি বলেন আমার দুটো বাচ্চা খুবই দুর্বল। খেতে চায়না। তাই এখানে নিয়ে এসেছি বিনামূল্যে ডাক্তার দেখাতে। এধরণের ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্প সবসময় পরিচালনা করার জন্য তিনি কতৃপক্ষের কাছে আবেদন জানান।
ফ্রী মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন সিএসএস ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক সুব্রত কুমার রায়, সহ শাখা ব্যবস্থাপক মেহেদি হাসান, লোন অফিসার শারমিন সুলতানা, অফিস সহকারী রুবেল গাজী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলীম গাজী, সরওয়ার হোসেন সহ আরও অনেকে। এদিনের ফ্রী মেডিকেল ক্যাম্পে ১২০ জন নারী ও শিশু চিকিৎসা নিয়েছেন।