০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের কৃতী সন্তান মীর বাবরজান বরুণ আর নেই

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক মীর বাবরজান বরুণ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মীর বাবরজান বরুণ ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবক। পানিসারার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। এক শোকবার্তায় তিনি বলেন, “মীর বাবরজান বরুণ ছিলেন আমাদের সমাজের এক আলোকবর্তিকা। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন—এই প্রার্থনা রইল।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
১২০

ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের কৃতী সন্তান মীর বাবরজান বরুণ আর নেই

আপডেট: ০৯:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক মীর বাবরজান বরুণ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মীর বাবরজান বরুণ ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবক। পানিসারার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। এক শোকবার্তায় তিনি বলেন, “মীর বাবরজান বরুণ ছিলেন আমাদের সমাজের এক আলোকবর্তিকা। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন—এই প্রার্থনা রইল।