রাজগঞ্জে দিনে বেলায় একটি বাড়িতে চুরি সংঘটিত
বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণ অলংকার, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজগঞ্জ কলেজ মোড় এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- এদিন সকালে ওই বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে চোরেরা বাড়ির প্রাচীলের উপর দিয়ে উঠে ঘরে প্রবেশ করে।
বাড়ির মালিক মোশারফ হোসেন জানান- চোরেরা ঘরের ভিতরে থাকা আলমারি ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণ অলংকার, ল্যাপটপ ও মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। চোরেরা ঘরের ভিতরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তছনছ করেছে। এঘটনাটি রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে জানিয়েছে ক্ষতিগ্রস্থ মোশারফ হোসেন।