১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বেনাপোলে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে মিথিলা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মনিরুল শেখের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শফি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ কক্ষে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিথিলা। বিষয়টি টের পেয়ে তার বড় বোন ও স্থানীয় লোকজন মাকে ডেকে আনেন। পরে মা ঘরের দরজা ভেঙে দা দিয়ে ওড়না কেটে মিথিলাকে নিচে নামান এবং দ্রুত উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, “মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
১০

বেনাপোলে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আপডেট: ০৯:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে মিথিলা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মনিরুল শেখের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শফি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ কক্ষে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিথিলা। বিষয়টি টের পেয়ে তার বড় বোন ও স্থানীয় লোকজন মাকে ডেকে আনেন। পরে মা ঘরের দরজা ভেঙে দা দিয়ে ওড়না কেটে মিথিলাকে নিচে নামান এবং দ্রুত উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, “মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”