নড়াইল শেখ হাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এরশাদ আলীর তত্বাবধানে পরিষদের কার্যক্রমে গতিশীলতা ফিরেছে
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শেখ হাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল হয়েছে, প্যানেল চেয়ারম্যান এরশাদ আলীর তত্বাবধানে ইউনিয়নবাসী তাদের কাঙ্খিত সেবা পেয়ে সন্তুষ্ট, গত ৫ই আগষ্ট ২০২৪ তারিখ ছাত্র জনতার আন্দোলনের মুখে সৈরাচার শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে ভারত আশ্রয় নেয়ার পর আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান গোলক বিশ্বাস আত্মগোপনে চলে যান, ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেমে যায়, জন ভোগান্তিতে পরে ইউনিয়ন বাসী।
ইউনিয়ন পরিষদকে অচল অবস্থা থেকে উত্তরনের জন্য শেখ হাটি ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ আলী ওয়ার্ড মেম্বারদের নিয়ে জরুরী বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তার সাথে দেখা করলে তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম কে গতিশীল রাখার জন্য এরশাদ আলী কে প্যানেল চেয়ারম্যান করে পরিষদের কার্যক্রম চালানোর অনুমোদন দেন।
এ বিষয়ে শেখহাটি ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গোলক চেয়ারম্যান পরিষদে না আসায় আমরা সেবা বঞ্চিত হচ্ছিলাম, কিন্তু এরশাদ আলী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছি।