যশোরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত দুই

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,
সাব্বির হোসেন, যশোরঃ যশোর-ঝিনাইদহ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক কনস্টেবল নিহত হয়েছেন। একই ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম ফজলুল হক (২৮)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ক্ষুদ্ররয়রা গ্রামের বাসিন্দা এবং কেএমপি’র আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজলুল হক মোটরসাইকেলে করে খুলনা থেকে নিজ গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত অপর দুইজন হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের এনজিও কর্মী মামুন হাসান (৩৫) এবং একই এলাকার রিয়াল হোসেন (২৮)। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক এবং মোটরসাইকেলে করে যশোর যাচ্ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার খবরে নিহত পুলিশ সদস্যের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।