ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সাব্বির হোসেন, ঝিকরগাছা(যশোর): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঝিকরগাছা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দীর্ঘ ১৭ বছর পর এমন আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে এবং অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (২০ মে) বিকেল ৫টায় ঝিকরগাছা হাজেরআলী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল মোমিন সুজন।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন লালটু ও নুরুজ্জামান বাবলা, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল মোমিন সুমন এবং মহিলা দল নেত্রী নাহিদা আক্তার নাহিদ।
এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে বক্তব্য প্রদান করেন।