বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
শাহাবুদ্দিন আহামেদ : বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবীর এর সভাপতিত্বে অভিভাবক দের সাথে মতবিনিময় সভা শুরু হয়।
এ সময় অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এবং অভিভাবক ও শিক্ষার্থীরা মূল্যবান বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইয়ামিন হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ গোলাম হোসেন, শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান, বেনাপোল ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ আক্তারুজ্জামান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবীর, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন স্যার আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।