শার্শা থানা পুলিশের অভিযানে বন্যপ্রাণী তক্ষকসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের কড়া নজরদারি ও তৎপরতায় বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানটি সোমবার (১৯ মে) রাতে শার্শার মাটিপুকুর গ্রামে চালানো হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই হযরত আলী, এসআই মোঃ সোহানুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের একটি দল অভিযানে অংশ নেয়।
রাত আনুমানিক সাড়ে দশটার সময় মাটিপুকুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা মোঃ করিম হোসেন এর বাড়িতে অভিযান চালানো হয়। করিমের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে মোঃ করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী থানার সাহেব নগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ মামুনুর রশীদ (৪২) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।